প্রথম চুক্তি
২৭ জুন ২০১৩ তারিখে “Development of the Feasibility Evaluation, Environmental Impact Assessment for Rooppur NPP site and the performance of the necessary Engineering Survey and Environmental Studies” শীর্ষক প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর Predesign Documentation প্রণয়ন করা হয়েছে।
মূল উদ্দেশ্য
১. IAEA গাইডলাইন এবং আন্তর্জাতিক মানদন্ডের নিরিখে ও প্রযুক্তি সরবরাহকারী দেশের এতদ্সংক্রান্ত আইন ও জাতীয়
পর্যায়ের আইনী বাধ্যবাধকতা অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় Site Engineering
Survey Ges Environmental Studies সম্পাদন এবং সাইট সংক্রান্ত ডিজাইন বেসিস নিরুপণ করা।
২. জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের আলোকে রূপপুর পারমাণবিক প্রকল্পের EIA বিষয়ক প্রয়োজনীয় স্টাডি সম্পাদন এবং
Environmental Monitoring Programme প্রণয়ন।
৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে Techno Economic Solution নিরুপণের জন্য প্রয়োজনীয়
Feasibility Evaluation সম্পাদন।
৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষ/অধিদপ্তর হতে Site License গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয়
দলিলাদি প্রণয়ন।
প্রথম চুক্তির আওতায় কর্মসূচি ও দলিলাদি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যতা যাচাইকরণ প্রক্রিয়ার সূচি
ভলিউম ১ : সাধারণ ব্যাখ্যামূলক/বিশদ টিকা
১. প্রদেয় উপাত্ত এবং অবস্থা
অর্থ বিনিয়োগের লক্ষ্য;
সম্ভাব্যতা যাচাইকরণ বিষয়ে উন্নয়নের পটভূমি;
অর্থ বিনিয়োগকারী প্রকল্পের সাধারণ বৈশিষ্ট্য;
নির্মাণ এলাকার তথ্য ও উপাত্ত;
পূর্ববর্তী জরিপের ফলাফল;
অর্থ বিনিয়োগকারী প্রকল্পের প্রধান অংশগ্রহণকারীদের তথ্যাদি।
২. বাজার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা, উৎপন্ন দ্রব্যের নামের তালিকা
বৈদ্যুতিক শক্তির বাজার দর এবং ক্ষেত্রসমূহ;
উৎপন্ন দ্রব্যের চাহিদার বিশ্লেষণ;
উৎপন্ন দ্রব্যের বিতরণ কর্মসূচী;
বাজারজাত করণের পরিকল্পনা;
উৎপন্ন বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা (সংযুক্ত এলাকা ও অঞ্চল ভিত্তিক স্তর);
পণ্য উৎপাদনের কর্মসূচী;
প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের ক্ষমতা।
৩. প্রধান প্রক্রিয়ার প্রকৌশলগত সমাধান
তাপীয় যান্ত্রিক শাখা;
পারমাণবিক জ্বালানী ব্যবস্থাপনা;
পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা;
বৈদ্যুতিক কারিগরী শাখা;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি;
তাপীয় অবস্থা, বায়ু চলাচল সংক্রান্ত এবং শীতাতপ নিয়ন্ত্রণ পদ্ধতি;
পানি সরবরাহ ব্যবস্থাপনা;
মেরামতকরণ কার্য সংগঠিতকরণ ও যান্ত্রিকিকরণ;
তেজস্ক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ;
তেজস্ক্রিয় বিকিরণের সুরক্ষামূলক ব্যবস্থা।
৪. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী সম্পদ সম্পর্কিত ব্যবস্থা
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় পানির চাহিদা;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানীর প্রয়োজনীয়তা ও চাহিদা;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শক্তির (বিদ্যুৎ) প্রয়োজনীয়তা ও চাহিদা;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য সম্পদসমূহের চাহিদা।
৫. প্রকল্প এলাকার বিবরণ
প্রকল্প এলাকার এবং নির্মাণ স্থানের বৈশিষ্ট্য;
প্রকল্প এলাকার বর্তমান অবস্থানের বর্ণনা;
ভূমি ইজারার ব্যয়;
অধিগ্রহণকৃত ভূমির উপর পূর্বের নির্মিত ভবন ইত্যাদি প্রাথমিক তালিকা;
ইজারাকৃত ভূমির ব্যয়;
প্রকল্প এলাকার প্রবেশাধিকারিতা।
৬. প্রধান পূর্ত প্রকৌশলগত সমাধান
সাধারণ নকশা;
স্থাপত্যগত ও পূর্ত প্রকৌশলগত সমাধান;
পানি সরবারাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা;
অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা;
জরুরী প্রতিরোধমূলক ব্যবস্থাপনা।
৭. রূপপুর পারমাণাবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত প্রভাব সংক্রান্ত বিষয়াবলী
৮. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো, জনবল এবং সামাজিক বিষয়াবলী
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাংগঠনিক কাঠামো;
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট জনবলের অবস্থা ও কাজের ধরন;
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল;
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণ ব্যবস্থা;
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা।
৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াবলী
প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত ব্যবস্থাপনা;
প্রকল্প বাস্তবায়নের কৌশল এবং সময়সীমা;
প্রকল্পের আদায় সংক্রান্ত সময়সীমা।
১০. বিনিয়োগ ব্যবস্থাপনার দক্ষতা সংক্রান্ত বিষয়াবলী
প্রকল্পের সামগ্রিক বিনিয়োগের বিশ্লেষণ এবং মূল্যায়ন;
উৎপাদনের ব্যয় সংক্রান্ত বিশ্লেষণ এবং মূল্যায়ন;
বিনিয়োগ ব্যবস্থাপনা দক্ষতা সংক্রান্ত মূল্যায়ন বিষয়াবলি;
প্রকল্পের বিনিয়োগের আর্থিক কৌশল সংক্রান্ত বিষয়াবলি;
প্রকল্পের বিনিয়োগের আর্থিক ঝুঁকি সংক্রান্ত মূল্যায়ন।
১১. উপসংহার এবং প্রস্তাবনাসমূহ
সাধারণ সিদ্ধান্তসমূহ;
প্রকল্পের বিনিয়োগ বিষয়ক মূখ্য তথ্যাবলি;
প্রকল্পের নকশা, নির্মাণ এবং পরিচালনা সংক্রান্ত তদ্তিরিক্ত সুপারিশমালা।
ভলিউম ২ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের অবস্থান
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ স্থান ও তদ্সংলগ্ন এলাকার সার্বিক বৈশিষ্ট্যাবলি;
২. প্রকল্প এলাকার বর্তমান অবস্থার বর্ণনা।
ভলিউম ৩ : স্থাপত্য এবং নির্মাণ প্রকৌশল সংক্রান্ত সমাধান
১. সাধারণ সংস্থান সংক্রান্ত বিষয়াবলী
২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ম পর্যায়ের (ইউনিট ১ ও ২) ভবন এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত সুনির্দিষ্ট তালিকা
ভলিউম ৪ : প্রতিরোধমূলক ব্যবস্থা
ভলিউম ৫ : অতিরিক্ত প্রয়োজনীয় তথ্য
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে পরিবেশের উপর প্রভাব নিরূপণ কার্যসূচি
১. সার সংক্ষেপ
২. সূচনা
নেপথ্য তথ্য;
উদ্দেশ্য;
প্রকল্প নির্মাণের প্রয়োজনীয়তা;
প্রকল্প নির্মাণের গুরুত্ব;
পরিবেশের উপর প্রভাব নিরূপণে কার্য পরিধি;
পরিবেশের উপর প্রভাব নিরূপণ কাজে দক্ষ জনবল।
৩. আইনগত কাঠামো
লিগ্যাল এ্যান্ড লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক, প্রবিধান এবং নীতি (আর্ন্তজাতিক পরিবেশ আইন, জাতীয় জ্বালানী নীতি, কলকারখানা নীতি, জাতীয় বন নীতি, জাতীয় পানি নীতি, জাতীয় ভূমি ব্যবহার নীতি, জাতীয় কৃষি নীতি, জাতীয় কয়লা নীতি, জাতীয় মৎস্য নীতি, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নীতি ১৯৯৫, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭, পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ নীতি ১৯৯৩, পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন ১৯৯৭, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি আইন, ইত্যাদি)।
৪. সবিস্তারিত বিবরণী
প্রকল্প প্রবর্তক;
প্রকল্পের স্থান ও প্রকল্প এলাকার ভূমি;
প্রকল্পের বৈশিষ্ট্য এবং কার্য পরিধি;
প্রকল্পের ধারণা;
প্রকল্পের নানাবিধ উপাদানসমূহের বর্ণনা;
প্রকল্প সম্পর্কিত কর্মকান্ড ও সহায়ক কার্যাদির বর্ণনা;
প্রকল্প বাস্তবায়নের সময়সূচী;
প্রয়োজনীয় সম্পদ ও অবকাঠামোগত চাহিদার বর্ণনা;
প্রাথমিক জ্বালানীর উৎস সম্পর্কে বর্ণনা;
প্রাথমিক জ্বালানী পরিবহনের তথ্য;
৫. প্রকল্প বিবরণী
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান;
প্রকল্প এলাকার সাধারণ বিন্যাস;
প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থানের আকার;
প্রকল্পের জন্য প্রয়োজনীয় ভূমি;
জ্বালানী প্রবাহের গতি;
পানির ব্যবহার;
প্রকল্পের জন্য প্রযুক্তি নির্বাচন এবং কার্যপ্রণালীর বর্ণনা;
প্রধান ব্যবস্থার বর্ণনা;
বস্তুগত ভারসাম্যতা নিরূপণ;
প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল;
পরিবেশ দূষণ প্রশমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ (যন্ত্রপাতিসমূহ)।
৬. বিবিধ বিকল্প সমাধানের উপযোগিতার বিশ্লেষণ
৭. ব্যবহৃত ভূমির বিস্তারিত বর্ণনা
৮. পরিবেশ সম্পর্কিত বিস্তারিত বর্ণনা
প্রকল্প এলাকা (১০ কি.মি. ব্যাসার্ধ), সময়সীমা, যন্ত্রপাতি ও পদ্ধতির উপর গবেষণা (ঋতু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে);
প্রাথমিক জ্বালানীর প্রাপ্যতা যেখানে উৎপত্তিস্থল এবং উৎপত্তিস্থল হতে দূরত্ব;
প্রাথমিক জ্বালানীর মজুদ এবং বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সম্ভাব্য দূরত্ব সর্ম্পকে ধারণা অন্তর্ভূক্ত থাকবে;
পানি সম্পদের প্রাপ্যতা, রাসায়নিক শোষক (সর্বেন্ট) এর প্রাপ্যতা;
ভূ-গর্ভস্থ পানির অবস্থা;
আবহাওয়ার অবস্থা;
প্রকল্প এলাকার বায়ুর গুণগত অবস্থা;
প্রকল্প এলাকায় চারিপার্শ্বে শব্দ দূষণ;
ভূ-উপরিস্থ এবং ভূগর্ভস্থ পানির অবস্থা;
পানির অবস্থা সংক্রান্ত পর্যবেক্ষণ;
মাটির গুণগত অবস্থা;
টোপোগ্রাফি বিষয়ক অবস্থা;
ভূ-স্তর বিষয়ক অবস্থা;
প্রকল্প এলাকার বাস্তুসংস্থান;
প্রকল্প এলাকার জনসংখ্যার অবস্থা, পেশা ও রূপভেদ;
প্রকল্প এলাকার ব্যবহৃত ও ফসলী জমির বিন্যাস;
প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থা;
বিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রাম ও শহরের আবাসন ব্যবস্থার দূরত্ব;
জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা;
প্রকল্প এলাকায় বিদ্যমান অবকাঠামোগত স্থাপনাসমূহের দূরত্ব;
প্রকল্প এলাকা ও তদসংলগ্ন আবাসিক এলাকার ভূমির ব্যবহার।
৯. পরিবেশগত প্রভাব নির্ধারণ
প্রকল্প এলাকায় পরিবেশগত প্রভাব সনাক্তকরণ;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘকালীন সচলতার ক্ষমতা;
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ;
পারমাণবিক জ্বালানী পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্র;
পারমাণবিক বর্জ্য প্রক্রিয়া কেন্দ্রসমূহ;
পারমাণবিক বর্জ্য বন্দোবস্তকরণ কেন্দ্র;
বিদ্যুৎ কেন্দ্র চলাকালীন সময়ে পরিবেশের উপর প্রভাব নির্ধারণ;
প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব নির্ধারণ;
বাস্তুসংস্থানের উপর প্রভাব নির্ধারণ;
প্রাকৃতিক সম্পদ ব্যবহারজনিত প্রভাব নির্ধারণ (যদি থাকে);
চারিপার্শ্বের বায়ুর উপর প্রভাব নির্ধারণ;
প্রকল্প এলাকায় চারিপার্শ্বে শব্দ দূষণের প্রভাব নির্ধারণ;
পানি ব্যবস্থাপনার উপর প্রভাব (ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ) নির্ধারণ;
পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা;
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা;
মৃত্তিকা ও কৃষি ব্যবস্থাপনার উপর প্রভাব নির্ধারণ;
পরিবেশের উপর ভষ্ম প্রক্রিয়াকরণের প্রভাব নির্ধারণ;
বাস্তুসংস্থান এর উপর প্রভাব নির্ধারণ (উদ্ভিদ ও প্রাণী);
প্রকল্প এলাকায় কর্মরত কর্মীর স্বাস্থ্যের উপর প্রভাব নির্ধারণ;
প্রকল্প এলাকায় জনস্বাস্থ্য ও নিরাপত্তার উপর প্রভাব নির্ধারণ;
প্রকল্প এলাকায় যানবাহন চলাচলের উপর প্রভাব নির্ধারণ;
সামাজিক ঘটনাবলীর উপর প্রভাব নির্ধারণ;
পর্যটন শিল্পের উপর পরিবেশগত প্রভাব নির্ধারণ;
প্রাথমিক জ্বালানী পরিবহনজনিত প্রভাব নির্ধারণ।
১০. পরিবেশগত প্রভাব নিরুপণ
১১. পরিবেশগত সমস্যা সমাধানের পদক্ষেপসমূহ
১২. পরিবেশের নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপসমূহ
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালীন পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ;
বিদ্যুৎ কেন্দ্র চলাকালীন সময়ে গৃহিত পরিবেশগত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ;
বায়ু দূষণ মোকাবেলায় গৃহীত ব্যবস্থাসমূহ;
সবুজ বেষ্টনী উন্নয়নে গৃহীত ব্যবস্থাসমূহ;
বৃষ্টির পানি সংগ্রহের পরিকল্পনা;
পুনর্বাসন পরিকল্পনা;
তাপীয় দূষণ মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহ;
তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহ;
উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপসমূহ;
পরিবেশের সুরক্ষাজনিত পদক্ষেপসমূহ;
প্রকল্প পরিকল্পনা সংক্রান্ত পদক্ষেপসমূহ।
১৩. প্রকল্প এলাকার সার্বিক নিরাপত্তাজনিত পরিবেশগত ঝুঁকি নিরূপণ
নিরাপত্তাজনিত ঘটনাপ্রবাহের বিশ্লেষণ;
জরুরী অবস্থা মোকাবেলায় গৃহীত পরিকল্পনা;
ঝুঁকি প্রশমনে গৃহীত পদক্ষেপসমূহ;
১৪. পরিবেশ পর্যবেক্ষণে গৃহীত পরিকল্পনা
পরিবেশগত পর্যবেক্ষণে গৃহীত পরিকল্পনা;
বিদ্যুৎ কেন্দ্র চলাকালীন সময়ে পরিবেশের স্বাভাবিক অবস্থা বিনষ্ট হলে করণীয় পদক্ষেপসমূহ;
পরিবেশ পর্যবেক্ষণ সংক্রান্ত গবেষণাগার;
পরিবেশ পর্যবেক্ষণ সংক্রান্ত ব্যয়;
পরিবেশ পর্যবেক্ষণ সংক্রান্ত আর্থিক হিসাব বিবরণী।
১৫. কর্মপরিকল্পনা
সামাজিক ও পরিবেশগত ব্যয়কে অন্তর্ভূক্ত করে এবং প্রকল্পের সার্বিক সুবিধার সাথে ব্যয়ের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে প্রকল্প থেকে প্রার্থিত সুবিধাসমূহ
১৬. জনসংখ্যার তথ্য বিষয়ক পরামর্শ
১৭. উপসংহার এবং পরামর্শ
প্রকল্পের আওতায় রূপপুর এনপিপি এর সাইট মূল্যায়নের জন্য সম্পাদিতব্য প্রকৌশল সমীক্ষা/স্টাডিসমূহের তালিকা
১. জিওডেটিক সমীক্ষা/স্টাডি
প্রকল্প এলাকা ও নির্মাণাধীন এলাকার ঐতিহাসিক ও বর্তমান ভূতাত্ত্বিক পরিবর্তনসমূহের জিওডেটিক, টোপোগ্রাফিক ও অন্যান্য তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ; সাম্প্রতিক সময়ের ভূ-আন্দোলনসমূহের (উলম্ব এবং আনুভূমিক) পরিবর্তন, পর্যবেক্ষণের উদ্দেশ্যে জিওডেটিক ও টোপোগ্রাফিক সংক্রান্ত প্রাথমিক ও পূর্ণাঙ্গ সমীক্ষা সম্পাদন এবং বিভিন্ন স্কেলে মানচিত্র প্রস্তুতকরণ এবং প্রতিবেদন প্রণয়ন।
২. ভূতাত্ত্বিক সমীক্ষা/স্টাডি প্রণয়ন
প্রকল্প এলাকার ভূতাত্ত্বিক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ;
পূর্ণাঙ্গ ভূতাত্ত্বিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে ভূতাত্ত্বিক এবং ভূ-পদার্থ বিষয়ক সকল সমীক্ষাকার্য সম্পাদন, ভূতাত্ত্বিক ও ভূ-প্রকৌশলগত সংক্রান্ত সকল ধরণের পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা সম্পাদন এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রণয়ন;
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকালীন এবং বিদ্যুৎ উৎপাদনকালীন সময়ে সম্ভাব্য ভূতাত্ত্বিক পরিবর্তন নিরুপণ, বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রণয়ন।
৩. সাইসমোলজিক্যাল এবং সাইসমোটেকটোনিক (ভূকম্পন সংক্রান্ত) সমীক্ষা/স্টাডি
প্রকল্প এলাকা ও নির্দিষ্ট ব্যাসার্ধ্যরে মধ্যে সৃষ্ট ভূমিকম্পের ঐতিহাসিক এবং সাম্প্রতিক তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ, ভূতাত্ত্বিক ও টেকটোনিক মানচিত্র প্রণয়ন;
সাইসমোটেকটোনিক জোনিং, মাইক্রোজোনিং, সম্ভাব্য ভূমিকম্পের উৎস (নির্দিষ্ট ব্যাসার্ধ্যের) ইত্যাদি সম্পর্কিত সমীক্ষা কার্যাদি সম্পাদন, ভূতাত্ত্বিক ও টেকটোনিক বিষয়ক মানচিত্র প্রণয়ন এবং তদসংশ্লিষ্ট প্রতিবেদন প্রণয়ন।
৪. হাইড্রো-মেটেওরোলজিক্যাল সমীক্ষা/স্টাডি
প্রকল্প এলাকার হাইড্রোলজি ও হাইড্রো-জিওলজিক্যাল বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ; প্রকল্প এলাকার হাইড্রো-জিওলজিক্যাল, হাইড্রোলজিক্যাল, হাইড্রোকেমিক্যাল ও হাইড্রোবায়োলজিক্যাল অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে সমীক্ষা/গবেষণা কার্যাদি পরিচালনা, পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাইকরণ এবং প্রতিবেদন প্রণয়ন।
৫. পরিবেশগত সমীক্ষা/স্টাডি
প্রকল্প এলাকা ও তৎসংলগ্ন এলাকার পরিবেশগত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ;
প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট সকল ধরনের দূষণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বারা পরিবেশের উপর প্রভাব, ট্রান্সবাউন্ডারী ইত্যাদি সকল প্রতিবেদন প্রণয়ন ।
৬. এ্যারোমেটেওরোলজিক্যাল সমীক্ষা/স্টাডি
আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন বিষয়ের তথ্য ও উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ;
জলবায়ু এবং আবহাওয়ার প্রধান ও চরম বৈশিষ্টসমূহের গাণিতিক ও তাত্ত্বিক ব্যাখ্যা ও মূল্যায়ন;
প্রকল্প এলাকার বায়ুমন্ডলের বিভিন্ন ক্ষতিকর উপাদান, এ্যারোমেটেওরোলজি, নির্মিতব্য কুলিং
টাওয়ার ইত্যাদি সম্পর্কিত সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন।
৭. এনথ্রোপোজেনিক বিষয়ক সমীক্ষা/স্টাডি
এনথ্রোপোজেনিক বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ;
সকল ধরণের নৃতাত্ত্বিক প্রভাব সম্পর্কিত বিষয়াদি যাচাই, মূল্যায়ন ও প্রয়োজনীয় প্রতিবেদন প্রণয়ন।