Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ এপ্রিল ২০১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের ২য় চুক্তির আওতায় সম্পাদিত কার্যাবলী

 দ্বিতীয় চুক্তি

২ অক্টোবর ২০১৩ তারিখে Development of Design Documentation, First-priority Working Documentation and Engineering Survey for the Design Stage of Rooppur NPP in the People’s Republic of Bangladesh শীর্ষক দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তির আওতায় ‘রূপপুর এনপিপি -এর Technical Design Documentation প্রণয়ন, Construction Condition নির্ধারণ, First-priority Construction এবং erection প্রণয়ন করা হয়েছে। 

      মূল উদ্দেশ্য

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ডিজাইন পর্যায়ের Site Engineering Suvey এবং Environmental Study

২. ডিজাইন পর্যায়ের সামগ্রিক পরিবেশগত সমীক্ষা/স্টাডি এবং ঊওঅ সংক্রান্ত স্টাডি সম্পাদন ও কারিগরি প্রতিবেদন

    (EIA Design Stage) প্রণয়ন ।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর কারিগরি ডিজাইন সংক্রান্ত দলিলাদি প্রণয়ন।

৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর অগ্রাধিকারভূক্ত স্থাপনাসমূহ নির্মাণের লক্ষে ডিজাইন এবং নির্মাণ সংক্রান্ত দলিলাদি প্রণয়ন।

 

দ্বিতীয় চুক্তির আওতায় ডিজাইন পর্যায়ে সম্পাদিতব্য কার্যাবলী ও দলিলাদি

 

        রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ডিজাইন পর্যায়ের Site Engineering Survey এবং Environmental Study সম্পাদন।

‘রূপপুর এনপিপি’-এর জন্য একটি সাইট-উপযোগি এবং নিরাপদ Technical Design Documentation প্রণয়ন, Construction

Condition নির্ধারণ এবং First-priority Construction এবং Erection কার্যাদি সম্পাদনের লক্ষ্যে Design Construction Documentation এবং Design Working Documentation প্রণয়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানদন্ডের আলোকে এনপিপি-এর ডিজাইন পর্যায়ে Site Engineering

Survey এবং Environmental Study বিশদভাবে ভাবে সম্পাদন করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন প্রণয়ন।

 

        জিওডেটিক সমীক্ষা/স্টাডি এবং এতদসংক্রান্ত প্রতিবেদন

         প্রকল্প এলাকার বর্তমান অবস্থানের সাথে সম্পর্কিত ডিজাইন ডকুমেন্টেশন প্রণয়নে প্রয়োজনীয় ও উপযুক্ত টোপোগ্রাফিক ও জিওডেটিক

         উপাত্ত সংগ্রহকরণ। এ প্রতিবেদনে প্রকৌশল এবং জিওডেটিক সংক্রান্ত নিম্নোক্ত তথ্যাবলী অন্তর্ভূক্ত থাকবে:

১. রূপপুর এলাকার সংক্ষিপ্ত বৈশিষ্ট্যাবলি;

২. রূপপুর এলাকার টোপোগ্রাফিক এবং জিওডেটিক সংক্রান্ত তথ্যসমূহ;

৩. রূপপুর এলাকার টোপোগ্রাফিক এবং জিওডেটিক অবস্থার অনুসন্ধান;

৪. সম্পাদিত কার্যের উদ্দেশ্য ও প্রকারভেদ;

৫. জরিপ কার্যের তথ্যসমূহ (প্রাথমিক উপাত্ত);

৬. সম্পাদিত টোপোগ্রাফিক সংক্রান্ত জরিপের তথ্যসমূহ (মানচিত্র স্কেল, জরিপ এলাকার আনুভূমিক উচ্চতার ব্যবধান, এলাকা সম্পাদিত

কার্যের সূচকসমূহ) নির্ধারণ, কৃতকাজের মানদন্ড/মাপকাঠি (কার্যের উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের সার্টিফিকেট এবং পরিমাপন ক্ষমতা

এবং সম্পাদিত কার্যের মাধ্যমে প্রাপ্ত টোপোগ্রাফিক তথ্যাদি) নির্ধারণ।

 

 

          ভূতাত্ত্বিক সমীক্ষা/স্টাডি এবং এতদসংক্রান্ত প্রতিবেদন

          প্রকল্প এলাকার বর্তমান অবস্থানের সাথে সম্পর্কিত ডিজাইন ডকুমেন্টেশন প্রণয়নের জন্য প্রয়োজনীয় ও উপযুক্ত প্রকৌশলী ও ভূতাত্ত্বিক

          সংক্রান্ত উপাত্ত সংগ্রহ করা উক্ত কাজের উদ্দেশ্য। প্রতিবেদনে নিম্নোক্ত বিষয়াবলি অর্ন্তভূক্ত থাকবে:

১.রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার প্রকৌশল ও ভূতাত্ত্বিক বিভিন্ন সূচক;

২.প্রকল্প ও প্রকল্পের পার্শ্ববর্তী এলাকার অবস্থা জানার জন্য প্রকৌশল ও ভূতাত্ত্বিক অনুসন্ধান;

৩.সম্পাদিত প্রকৌশল ও ভূতাত্ত্বিক জরিপ কার্যের উদ্দেশ্য, প্রকারভেদ এবং পদ্ধতি:

 • ড্রিলিং ও মাইনিং সংক্রান্ত;      

 • মৃত্তিকা নমুনা সংগ্রহ;

 • মৃত্তিকা ভূ-কারিগরী সংক্রান্ত মাঠ পর্যায়ের অনুসন্ধান;

 • পানি সংক্রান্ত ভূতাত্ত্বিক জরিপ;

 • কূপ সংক্রান্ত ভূতাত্তি¦ক জরিপ;

 • ভূগর্ভস্ত পানি এবং মৃত্তিকা সংক্রান্ত গবেষণা ভিত্তিক পরীক্ষা।

 • সার্ভে লাইন পর্যবেক্ষণ;

৪. প্রকল্প এলাকার প্রকৌশল এবং ভূতাত্ত্বিক অবস্থা।

৫. স্থাপনা তৈরির জন্য স্থানীয়ভাবে প্রাপ্ত নির্মাণ সামগ্রীর উপাত্তসমূহের বিবরণ;

৬. কৃতকার্যের মানদন্ড/মাপকাঠি নিরূপণ (কার্যের উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের সার্টিফিকেট এবং পরিমাপন ক্ষমতা) এবং

সম্পাদিত কার্যের মাধ্যমে টোপোগ্রাফিক তথ্যাদি;

৭. ভূ-কারিগরী পদ্ধতিতে সাইসমোলজিকাল (ভূ-কম্পন) এবং সাইসমোটেকটনিক সংক্রান্ত জরিপ কার্যাবলি সম্পাদন এবং প্রাপ্ত

ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত বিষয়ে বিস্তারিত Assessment প্রয়োজন:

 • সাইসমোলজিকাল এবং সাইসমোটেকটনিক স্টাডি;

 • সাইসমোসিটি;

 • প্রকল্প জেলার ভূ-গর্ভস্থ গঠন এবং ভূ-কম্পন সংক্রান্ত বিষয়াদি;

 • ভূমিকম্পের নির্দিষ্ট সীমানা নির্ধারণের উদ্দেশ্যে এর উৎস সংক্রান্ত তথ্যাবলি;

 • সাইসমিক মাইক্রোজোনিং।

 

               হাইড্রো-মেটেওরোলজিকাল সমীক্ষা/স্টাডি এবং এতদ-সংক্রান্ত প্রতিবেদন

বর্তমানে বিদ্যমান পরিবেশগত অবস্থা নিরূপনের উদ্দেশ্যে ডিজাইন ডকুমেন্টেশন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট এবং প্রয়োজনীয় আবহাওয়া, হাইড্রোলজিকাল এবং এ্যারোলজিকাল তথ্য-উপাত্ত সংগ্রহকরণ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার ডিজাইন ডকুমেন্টেশন প্রণয়নের লক্ষ্যে প্রকৌশল এবং হাইড্রো-মেটেওরোলজিকাল জরিপের উদ্দেশ্য হলোঃ

১. প্রকল্প এলাকার প্রকৌশল এবং হাইড্রো-মেটেওরোলজিকাল অবস্থার প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা, পানি এবং পরিবেশ সংক্রান্ত অবস্থার বৈশিষ্ট্য

   নিরূপণ করা;

২. ক্ষতিকর হাইড্রো-মেটেওরোলজিকাল প্রক্রিয়া ও ঘটনা নির্ধারণ;

৩. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনকালীন সময়ে মাইক্রো-ক্লাইমেটিক বৈশিষ্ট্যসমূহের সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস দেয়া

   (পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার আর্দ্রতা ও তাপমাত্রা পরিবর্তন, বিভিন্ন ধরনের আবহাওয়া সম্পর্কিত ঘটনা পরম্পরা

  কুয়াশা শিশির, গ্রীষ্মকালীন সময়ের ধোঁয়াশা);

৪. হাইড্রো-মেটেওরোলজিক্যাল পর্যবেক্ষণের জন্য হাইড্রো-মেটেওরোলজিক্যাল নেটওয়ার্ক স্থাপন এবং উহার পরিধি উন্নয়ন;

৫. প্রকৌশল এবং হাইড্রো-মেটেওরোলজিক্যাল জরিপের মাধ্যমে নিম্নোক্ত তিনটি মূল বিষয়ে কার্যাদি সম্পাদন:

উপরোক্ত প্রথম ভাগের কার্যের উদ্দেশ্যে হলো মূলত হাইড্রো-মেটেওরোলজিক্যাল অবস্থা বিবেচনাপূর্বক নিম্নোক্ত বিষয়াবলি সম্পর্কে ধারণা পাওয়া- প্রাথমিক সূচক সম্পর্কিত, সুষ্ঠু নকশা প্রণয়নের জন্য সঠিক ও পর্যাপ্ত তথ্যের সমাহার বা গাণিতিক বিশ্লেষণের প্রয়োজন।

উপরোক্ত দ্বিতীয় ভাগের কার্যের উদ্দেশ্য হলো পর্যবেক্ষণ কেন্দ্রের উন্নতকরণ ও সমৃদ্ধকরণ যা পরবর্তীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন ও উৎপাদনকলীন সময়ে বিভিন্ন বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের জন্য কারিগরিভাবে হালনাগাদ করা সম্ভব হবে।

উপরোক্ত তৃতীয় ভাগের কার্যের উদ্দেশ্য হলো প্রয়োজন অনুসারে অতিরিক্ত প্রাথমিক উপাত্তের ব্যবস্থা করা যার ফলাফলের উপর ভিত্তি করে নকশা প্রণয়ন করা হবে।

প্রতিবেদনে নিম্নোক্ত বিষয়াদি অর্ন্তভূক্ত থাকবে:

 • প্রাকৃতিক পরিবেশের সংক্ষিপ্ত বিবরণ;

 • এ্যারোমেটেওরোলজিক্যাল ও হাইড্রোলজিকাল অবস্থার বিবরণ;

 • মেটেওরোলজিক্যাল পর্যবেক্ষণ কেন্দ্রের বিভিন্ন বিষয় মূল্যায়ন;

 • বায়ুমন্ডলের নিম্নস্তরের জলবায়ুগত বিভিন্ন বৈশিষ্টসমূহ।

৬. প্রকৌশল ও আবহাওয়া বিষয়ক কার্যাদির ফলাফল সংগ্রহ;

৭. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার হাইড্রো-মেটেওরোলজিক্যাল বিষয়ক নির্ধারণি উপাদানসমূহ নিরূপনের উদ্দেশ্যে পর্যবেক্ষন কেন্দ্র

    স্থাপন করা;

৮. বিশেষ হাইড্রো-মেটেওরোলজিক্যাল জরিপ কার্যসম্পাদন যদি প্রয়োজন হয় (প্রকৌশল জরিপে বৈজ্ঞানিক সহায়তা প্রদান) ।

 

                পরিবেশগত সমীক্ষা/স্টাডি এবং এতদসংক্রান্ত প্রতিবেদন

                সূক্ষ্মভাবে Assessment এবং Mitigation এর বিষয়টি নিশ্চিতকরণে কার্যকর কারিগরি সমাধানসহ (Design Improvement)

                কার্যকর মনিটরিং প্রোগ্রাম প্রতিষ্ঠা করা এই জরিপের উদ্দেশ্য। এই লক্ষ্যে বিবেচিত এ্যাসেসমেন্টসমূহ:

১. পরিবেশগত অবস্থা সূক্ষ্মভাবে বিশ্লেষণ;

২. প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট পরিবেশের সার্বিক বিশ্লেষণ;

৩. প্রকল্প এলাকার মাটি, উদ্ভিদ, প্রাণীজ সম্পদের বিবরণ ও মূল্যায়ন;

৪. প্রকল্প এলাকায় আবাসিক এলাকার অবস্থা বিশ্লেষণ;

৫. সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ ও নিরূপণ;

৬. ধর্মীয়, সাংস্কৃতিক, ঐতিহাসিক, প্রত্নতাত্তিক স্থান, নিদর্শন প্রভৃতি নিশ্চিতকরণ;

৭. প্রকল্প এলাকার বিদ্যমান পরিবেশের সার্বিক বিশ্লেষণ;

৮. প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য পরিবেশের প্রতিকূল প্রভাব নিরূপণ;

৯. প্রকল্প নির্মাণ ও নির্মাণকালীন সময় অপ্রত্যাশিত ফলাফল মূল্যায়ণ;

১০. উপরোক্ত মূল্যায়ণের ভিত্তিতে পরিবেশ উপযোগী পরিবেশগত মনিটরিং প্রোগ্রামের উদ্যোগ গ্রহণ করা।

 

                 ভূ-কারিগরি সমীক্ষা/স্টাডি এবং এতদসংক্রান্ত প্রতিবেদন

এ স্ট্যাডির মাধ্যমে Nuclear Safety সম্পর্কিত স্থাপনার Construction Condition নিরূপণের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার মাটির বৈশিষ্ট্যের সাথে স্থাপনার ভিত্তি এবং কাঠামোর পারস্পরিক সম্পর্কের বর্ণনা সম্পাদন করা হবে। এই লক্ষ্যে বিবেচিত এ্যাসেসমেন্টসমূহ:

১. মাটির বিভিন্ন গভীরতায় খনন কার্য পরিচালনা এবং সংগৃহীত নমুনার গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা হতে প্রাপ্ত মাটির মেকানিক্যাল

    বৈশিষ্ট্য (ভিত্তি প্রস্তরের পরীক্ষামূলক অংশে মাটির স্ফীত হওয়া ও সংকুচিত হওয়ার বর্ণনা) অন্তর্ভূক্ত থাকাবে।

২. মাটির মাঠপর্যায়ের সমীক্ষার মাধ্যমে মাটির ক্ষমতা এবং অক্ষমতা (ষ্ট্যাম্প টেষ্ট, ডিস্প্লেসমেন্ট, পেসিওমেট্রি, শেয়ার); পাইলের    

     আর্দশ ও সঠিক পরীক্ষা;

৩. স্থতি, গতি ও ড্রিলিং প্রভৃতি পদ্ধতি ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে মাটির মেকানিক্যাল বৈশিষ্ট্যের বর্ণনা;

৪. রূপপুর এনপিপির মূল স্থাপনা ও নির্মাণ কাঠামোর মূল Foundation Base তৈরির লক্ষ্যে জিওমেকানিক্যাল মডেলিং এর  

    ধরণ নির্ধারণ করা।

 

              সামগ্রিক পরিবেশগত সমীক্ষা/স্টাডি এবং EIA সংক্রান্ত ও কারিগরি প্রতিবেদন

সামগ্রিক প্রকৌশল এবং পরিবেশগত সমীক্ষা/স্টাডি সম্পাদন এবং প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন প্রণয়ন করা প্রয়োজন।

প্রতিবেদনে বিবেচিত বিষয়াবলী:

১. সাধারণ বিষয়াবলী:

                             • স্থাপনার অবস্থান এবং সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

 • পূর্ববর্তী জরিপসমূহের ফলাফল

২.  কারিগরি বিষয়াবলি:

 • প্রকৌশল জরিপের কার্য পরিধি

 • টোপোগ্রাফিক ও জিওডেটিক সংক্রান্ত কাজ

 • এ্যারোমেটেওরোলজি সংক্রান্ত জরিপ

 • হাইড্রোলজি সংক্রান্ত জরিপ

 • এলাকার সাইসমোটেকটনিক এবং সাইসমোলজিক্যাল (ভূকম্পন) সংক্রান্ত জরিপ

 • ভূ-প্রকৌশল সংক্রান্ত জরিপ

 • পরিবেশ প্রকৌশল সংক্রান্ত জরিপ প্রকৌশল এবং পরিবেশগত সমীক্ষা কার্যের ফলাফল হতে প্রাপ্ত প্রাথমিক উপাত্তের পর্যাপ্ততা এবং নির্ভরযোগ্যতা সংক্রান্ত উপসংহার।

 

      রূপপুর এনপিপি-এর কারিগরি ডিজাইন সংক্রান্ত দলিলাদি

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশার গুণগতমান নিশ্চিতকরণ কর্মসূচী

২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর কারিগরী নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন

৩. ডিজাইন সল্যুশন সংক্রান্ত দলিলাদি

৪. স্থাপত্য বিষয়ক সমাধান সংক্রান্ত দলিলাদি

৫. নির্মাণ কাঠামো ও লেআউট সংক্রান্ত প্রতিবেদন

৬. কারিগরী যন্ত্রপাতি, প্রকৌশল এবং কারিগরী সম্বন্ধযুক্ত বিষয় তথ্য, প্রকৌশল ও কারিগরী সম্পর্কিত কর্মকান্ডের তালিকা ও প্রক্রিয়া  

    সমাধান সম্পর্কিত কাজের বর্ণনা ও দলিলাদি

৭. অগ্নিকান্ড থেকে নিরাপত্তামূলক ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত দলিলাদি

৮. সম্ভাব্য নিউক্লিয়ার সেফটি বিশ্লেষণ সংক্রান্ত দলিলাদি

৯. জিওডেটিক সমীক্ষা/স্টাডি-এর আলোকে প্রণীত ডিজাইন দলিলাদি

১০. ভূতাত্ত্বিক সমীক্ষা/স্টাডি-এর আলোকে প্রণীত ডিজাইন দলিলাদি।

১১. হাইড্রো মেটেওরোলজিক্যাল বিষয়ক সমীক্ষা/স্টাডি-এর আলোকে প্রণীত ডিজাইন দলিলাদি।

১২. ইকোলজিক্যাল বিষয়ক সমীক্ষা/স্টাডি-এর আলোকে প্রণীত ডিজাইন দলিলাদি।

১৩. জিওটেকনিক্যাল সমীক্ষা/স্টাডি-এর আলোকে প্রণীত ডিজাইন দলিলাদি।

১৮. ‘রূপপুর এনপিপি’ এর ইউনিট-১,২ এর জন্য প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণ (PSAR) সংক্রান্ত দলিলাদি।

১৯. ‘রূপপুর এনপিপি’ -এর সম্ভাব্য নিরাপত্তা বিশ্লেষণ (PSA) প্রতিবেদন-প্রথম ধাপ সংক্রান্ত দলিলাদি।

 

        রূপপুর এনপিপি-এর অগ্রাধিকারভূক্ত স্থাপনাসমূহ নির্মাণের লক্ষ্যে ডিজাইন এবং নির্মাণ সংক্রান্ত দলিলাদি

১. সাধারণ লেআউট সংক্রান্ত দলিলাদি ।

২. জিওডেটিক সমীক্ষা সম্পাদনের পদ্ধতি সংক্রান্ত দলিলাদি।

৩. প্রশিক্ষণ কেন্দ্রের নকশা সংক্রান্ত দলিলাদি।

৪. অগ্নিনির্বাপণ কেন্দ্রের নকশা সংক্রান্ত দলিলাদি।

 

        প্রথম অগ্রাধিকার-ভিত্তিক কাজের দলিলাদি প্রস্তুতকরণ

১. প্রকল্প এলাকার উলম্ব উচ্চতা সমতলকরণ।

২. ইউনিট-১ এর প্রধান স্থাপনার এবং কাঠামোগত অবস্থান থেকে তরল নিষ্কাশন কার্যক্রম সংক্রান্ত নকশা।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকার ভূ-উপরিস্থিত পানি নিষ্কাশনের পথ-ব্যবস্থাপনা এবং মোকাবেলার সূচকসমূহ।

৪. ইউনিট-১ এর প্রধান স্থাপনা এবং কাঠামোগত ব্যবস্থাকে বজ্রপাত হতে রক্ষামূলক কার্যক্রম সংক্রান্ত নকশা।

৫. ইউনিট-১ এর প্রধান স্থাপনা এবং কাঠামোগত ব্যবস্থার ভিত্তিপত্তন সংক্রান্ত কার্যক্রমের নকশা।

৬. এনপিপি স্থাপনার ভিত্তিপত্তনের কাজে ব্যবহৃত কংক্রিটের ব্যবহার সংক্রান্ত নকশা।

৭. প্রশিক্ষণ কেন্দ্রের নকশা।

৮. অগ্নিনির্বাপণ কেন্দ্রের নকশা।

        রূপপুর এনপিপি-এর জন্য নির্মিতব্য পাইওনিয়ার বেস এবং কনস্ট্রাকশন বেস স্থাপনার জন্য প্রণিত দলিলাদি

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ এবং স্থাপনার ভিত্তি সংক্রান্ত সাধারণ লেআউট দলিলাদি।

২. পাইওনিয়ার বেইজ এর নকশা এবং কাজের দলিলাদি।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কনস্ট্রাকশন ও ইরেকশন বেইজ এর নকশার দলিলাদি।

৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে বিভিন্ন ফ্যাসিলিটিস ও গবেষণাগার স্থাপনের নিমিত্ত নির্মাণ দলিলাদি।

                        প্রথম পর্যায় অন্তর্ভুক্ত-

কংক্রিট মিশ্রণ সংক্রান্ত সুযোগ সম্বলিত ব্যবস্থা;

সাধারণ ঠিকাদারের প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা;

পরমাণু চুল্লীর বিভিন্ন কাঠামোগত অংশের উৎপাদন এবং সংযুক্তকরণ সুবিধা-সম্বলিত ব্যবস্থা;

প্রধান মেকানিক ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞের কার্যালয়;

গুদাম;

সাধারণ সুযোগ সম্বলিত ব্যবস্থা;

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সুযোগ-সম্বলিত ব্যবস্থা;

নির্মাণ ও স্থাপনা এলাকার ভিতর যানবাহনের জন্য সড়ক;

ভিত্তি স্থাপনার জন্য খনন কার্য।

                        দ্বিতীয় পর্যায় অন্তর্ভূক্ত-

যান্ত্রিক স্থাপনার কর্মকান্ড;

বৈদ্যুতিক স্থাপনার কর্মকান্ড;

ভিত্তি স্থাপনার ক্ষয়রোধ এবং তাপের অন্তরীণ ব্যবস্থার কর্মকান্ড;

বায়ু সঞ্চালন ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত কর্মকান্ড;

পানি সম্পর্কিত প্রতিষ্ঠান সমূহের কার্যালয়;

অধিনস্থ ঠিকাদারি প্রতিষ্ঠানসমূহের কাজ সম্পর্কিত কার্যালয়।

      পাইওনিয়ার বেইজ নির্মাণ স্থাপনার জন্য নির্মাণ নকশাসমূহ

 ১. প্রসেস কমিউনিকেশন

 ২. রাস্তাঘাটের নকশা ও যানবাহন চলাচল

 ৩. স্থাপত্য ও নির্মাণগত সমাধান

 ৪. রিইনফোরসড কনক্রিটের কাঠামো

 ৫. স্টীলের স্ট্রাকচার

 ৬. পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নির্মাণ নকশা

 ৭. তাপীয়, বায়ুসঞ্চালন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা

 ৮. বৈদ্যুতিক সরঞ্জাম

 ৯. বৈদ্যুতিক আলোকসজ্জা (অভ্যন্তরীণ)

১০. বেতার যোগাযোগ ও টেলিভিশন সম্প্রচার

১১. অগ্নি নির্বাপণ

১২. নিরাপত্তা ও অগ্নিকান্ডের সতর্কবার্তা

১৩. অভ্যন্তরীণ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

১৪. বহিঃস্থ পানি সরবরাহের সম্বনিত ব্যবস্থা

১৫. বহিঃস্থ পয়নিষ্কাশন সম্বনিত ব্যবস্থা

১৬. বহিঃস্থ বৈদ্যুতিক ব্যবস্থা

১৭. বৈদ্যুতিক সরবরাহ

        রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ এবং স্থাপনার ভিত্তি সংক্রান্ত কাজের দলিলাদি

 ১. প্রসেস কমিউনিকেশন                                                  

 ২. সাধারণ নকশা ও যানবাহন                                           

 ৩. স্থাপত্য ও নির্মাণগত  সমাধান                                       

 ৪. রেইনফোরসড কনক্রিটের কাঠামো                             

 ৫. স্টীলের কাঠামো    

৬. পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন    

 ৭. তাপীয়, বায়ুসঞ্চালন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা     

 ৮. বৈদ্যুতিক সরঞ্জাম            

 ৯. বৈদ্যুতিক আলোকসজ্জা (অভ্যন্তরীণ)

 ১০. বেতার যোগাযোগ ও টেলিভিশন সম্প্রচার                                

১১. অগ্নিনির্বাপণ                                                                 

১২. নিরাপত্তা ও অগ্নিকান্ডের সর্তকবার্তা                              

১৩. ভবন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহের ক্ষয়রোধক ব্যবস্থাপনা     

১৪. গ্যাস পাইপ ও পাইপ লাইনের ক্ষয়রোধক ব্যবস্থাপনা      

১৫. যন্ত্রপাতি ও পাইপলাইনের তাপনিরোধক ব্যবস্থা              

১৬. অভ্যন্তরীণ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

১৭. বহিঃস্থ পানি সরবরাহের সমন্বিত ব্যবস্থা

 ১৮. বহিঃস্থ পয়ঃনিষ্কাশন সমন্বিত ব্যবস্থা

১৯. বহিঃস্থ বৈদ্যুতিক ব্যবস্থা

২০. বৈদ্যুতিক সরবরাহ

২১. ব্যাপক ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা

        অগ্রণী স্থাপনার নির্মাণ এবং স্থাপনার ভিত্তি সংক্রান্ত সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত কাজের দলিলাদি

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর কন্সট্রাকশন ও ইরেকশন বেইজের সাধারণ লে-আউট

২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর মাটি ভরাটকরণ ও সমতলকরণ


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon