Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০১৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের ৩য় চুক্তির আওতায় সম্পাদিত কার্যাবলী

তৃতীয় চুক্তি

৫ জুন ২০১৪ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও JSC Atomstroyexport এর মধ্যে “Performance of First-Priority Works for the Preparatory Stage of Rooppur NPP Construction” শীর্ষক ৩য় চুক্তি স্বাক্ষরিত হয়।

তৃতীয় চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক নির্মাণকাজ সম্পাদন করা হচ্ছে। এসব কার্যাদি তিনটি পর্যায়ে সম্পাদিত হচ্ছে।

মূল উদ্দেশ্য

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক নির্মাণ কাজ এবং আনুষঙ্গিক ভৌত অবকাঠামো উন্নয়নের সার্বিক নির্মাণ-পদ্ধতি (Construction Methodology)-কে স্বতন্ত্র তিনটি পর্যায়ে ভাগ করা যায়:

১. পাইওনিয়ার বেইজ (Pioneer Base)

২. কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ (Construction and Erection Base)

৩. ইনডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ (Industrial and Construction Base)

 

রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এর সাথে সম্পাদিতব্য ৩য় চুক্তি অনুসারে উপরোক্ত তিনটি পর্যায়ে নিম্নলিখিত কাজ সম্পাদিত হচ্ছে

 

১. পাইওনিয়ার বেইজ (Pioneer Base): পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ তৈরিসহ

প্রকল্প এলাকায় প্রয়োজনীয় সমীক্ষা/ স্টাডি পরিচালনার জন্য নির্মাণ-অবকাঠামো তৈরিকরণ।

 

২. কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ (Construction and Erection Base): কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ হচ্ছে পারমাণবিক

বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নিমিত্তে রূপপুর এনপিপি এর নানাবিধ স্পর্শকাতর কম্পোনেন্ট, ভারী যন্ত্রপাতি ও মালামাল এনপিপি কনষ্ট্রাকশন

এরিয়াতে বিশেষ পদ্ধতিতে পরিবহণ, যাবতীয় যন্ত্রপাতির Installation Facilities (Electrical, Mechanical) তৈরি করণ, কনষ্ট্রাকশন

এর জন্য যাবতীয় সহায়ক নির্মাণ Facilities এবং ল্যাবরেটরী নির্মাণ। এক কথায় কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ হলো পারমাণবিক

শিল্প কাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ।

 

৩. ইন্ডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ (Industrial and Construction Base): ইন্ডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

নির্মাণের জন্য বিশেষায়িত পারমাণবিক নির্মাণ পদ্ধতি অবলম্বনে রূপপুর এনপিপি এর ১ম ও ২য় ইউনিটের অবকাঠামো উন্নয়নে গৃহীত

নির্মাণকাজ।

 

তৃতীয় চুক্তির আওতায় ভৌত অবকাঠামো উন্নয়ন এবং স্থাপনাসমূহের নাম ও তালিকা

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক নির্মাণ কাজ এবং আনুষঙ্গিক ভৌত অবকাঠামো উন্নয়নের সার্বিক নির্মাণপদ্ধতি-এর কাজ পূর্বে বর্ণিত তিনটি পর্যায়ে সম্পন্ন করা হচ্ছে। রাশিয়ান ফেডারেশনেঅর এটমস্ট্রয়এক্সপোর্ট এর সাথে সম্পাদিতব্য ৩য় চুক্তি অনুসারে বর্ণিত পর্যায়ে নিম্নলিখিত কাজ সম্পাদিত হচ্ছে:

১.পাইওনিয়ার বেইজ (Pioneer Base): রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাইওনিয়ার বেইজ এর অন্তর্ভূক্ত প্রধান প্রধান ভৌত নির্মাণ

কাঠামোগুলো হলো:

১.১. পাইওনিয়ার বেইজ এলাকায় উলম্ব বরাবর মাটি ভরাটকরণ;

১.২. সার্ভেয়ার বেইজ;

১.৩. দ্বিতল অফিস বিল্ডিং;

১.৪. ওয়াচ-টাওয়ার;

১.৫. সংরক্ষণাগার;

১.৬. নিরাপত্তা বেষ্টনী;

১.৭. ক্যান্টিন;

১.৮. ডিজেল পাওয়ার স্টেশন;

১.৯. ডিজেল ফুয়েল ওয়্যার হাউজ;

১.১০. মোবাইল কনক্রিট মিক্সিং ইউনিট;

১.১১. কনষ্ট্রাকশন ল্যাবরেটরি;

১.১২. রিইনফোর্সমেন্ট ওয়েল্ডিং এরিয়া;

১.১৩. টেমপোরেরি মটরওয়েজ;

১.১৪. টেরিটরি ল্যান্ড ইম্প্রোভমেন্ট;

১.১৫. বহিঃস্থ পানি সরবরাহের সমন্বিত ব্যবস্থা;

১.১৬. ফায়ার স্টেশন;

১.১৭. দ্বিতল রেসিডেনশিয়াল ভিলেজ, ইত্যাদি।

২. কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ (Construction and Erection Base): কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ পর্যায়ে রূপপুর  

    পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নিমিত্ত নিম্নবর্ণিত কাজ সম্পন্ন করা:

১. নানাবিধ স্পর্শকাতর কম্পোনেন্ট, ভারী যন্ত্রপাতি ও মালামাল এনপিপি কনষ্ট্রাকশন এরিয়াতে বিশেষ পদ্ধতিতে পরিবহণ, যাবতীয় যন্ত্রপাতির Installation Facilities (Electrical, Mechanical) তৈরি করণ;

২. কনষ্ট্রাকশন এর জন্য যাবতীয় সহায়ক নির্মাণ Facilities এবং ল্যাবরেটরী নির্মাণ।

২.১. কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ-এর অন্তর্ভূক্ত প্রধান ভৌত অবকাঠামো

২.১.১. কনষ্ট্রাকশন এবং ইরেকশন বেইজ এলাকায় উলম্ব বরাবর মাটি ভরাটকরন

২.১.২. ফ্যাসিলিটিস্ ফর আর্থ মোভিং ওয়ার্ক

২.১.৩. পার্কিং এরিয়া

২.১.৪. গ্যারেজ নির্মাণ

২.১.৫. সাইট ফেঞ্চিং

২.১.৬. দ্বিতলা বিশিষ্ট অ্যামিনিটি বিল্ডিং

২.১.৭. চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন

২.১.৮. ক্যান্টিন

২.১.৯. দ্বিতলা বিশিষ্ট মেইন্টেনেন্স বিল্ডিং

২.১.১০. অভ্য্যন্তরীণ সংরক্ষণাগার

২.১.১১. সিমেন্ট সংরক্ষণাগার

২.১.১২. কনষ্ট্রাকশন ল্যাবরেটরি

২.১.১৩. মেটাল ওয়ার হাউজ

২.১.১৪. স্যান্ড ব্লাষ্টিং পেইন্টিং এবং অ্যান্টিকরোশন শপ্

২.১.১৫. রেইনফোরসমেন্ট ফ্যাসিলিটিস

২.১.১৬. টেমপোরেরি মটরওয়েজ

২.১.১৭. টেরিটরি ল্যান্ড ইম্প্রোভমেন্ট

২.১.১৮. বহিঃস্থ পয়ঃনিষ্কাশন সমন্বিত ব্যবস্থা

২.১.১৯. বহিঃস্থ বৈদ্যুতিক ব্যবস্থা ইত্যাদি

৩. ইন্ডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ (Industrial and Construction Base): ইন্ডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ হলো পারমাণবিক বিদ্যুৎ

    কেন্দ্র নির্মাণের জন্য বিশেষায়িত পারমাণবিক নির্মাণ পদ্ধতি অবলম্বনে রূপপুর এনপিপি এর ১ম ও ২য় ইউনিটের অবকাঠামো উন্নয়নে গৃহীত

    নির্মাণকরণ। ইন্ডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ এর অন্তর্ভূক্ত প্রধান প্রধান ভৌত অবকাঠামোগুলো হলো:

৩.১. ইনডাষ্ট্রিয়াল কনষ্ট্রাকশন বেইজ এলাকায় উলম্ব বরাবর মাটি ভরাটকরন।

৩.২. সাইট ফেঞ্চিং।

৩.৩. নিরাপত্তা চৌকি।

৩.৪. মটরওয়েজ।

৩.৫. বহিঃস্থ বৈদ্যুতিক ব্যবস্থা।

৩.৬. পিট ওয়াটার রিমুভ্যাল।

৩.৭. Development of Foundation ইউনিট-০১ ও ০২।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon